টাইটেল জয়ে ভারতকে ২৫২-র টার্গেট দিল নিউজিল্যান্ড

Champions trophy


চ্যাম্পিয়ন্স ট্রফির টাইটেল জয়ে ভারতকে ২৫২-র টার্গেট দিল নিউজিল্যান্ড। এদিন টসে জেতে নিউজিল্যান্ড। এই নিয়ে টানা ১২টা ওডিআই এবং সব মিলিয়ে ১৫ বার টসে হারলো রোহিত শর্মা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্ট্যানার। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্পিনারের স্পিন জাদুতে ধাক্কা খেয়ে খেয়ে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স হতে ২৫২ রান করতে হবে ভারতীয় ব্যাটারদের।



এদিন ঝোড়ো ব্যাটিং রাচিন রবীন্দ্রর। ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫০ তুলে ফেলল নিউজ়িল্যান্ড। ইয়াং ১৫ করে ফিরলেও রাচিন করেন ৩৭। এদিন ব্যর্থ হলেন কেন উইলিয়ামসন। করলেন ১১ রান। মিচেল ১০১ বলে ৬৩ রান করে দলকে টানতে থাকেন। ফিলিপস করে ৩৪। শেষদিকে ব্রাসেলসের হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ডকে ২৫১ রান তুলতে সহযোগিতা করে। 



ভারতের হয়ে দুইটি করে উইকেট নেন বরুন ও কুলদীপ। একটি করে উইকেট নেন শামি ও জাদেজা।