পকসো মামলায় এক ব্যক্তিকে কুড়ি বছরের যাবজ্জীবন দিনহাটা মহকুমা আদালতের

Dinhata news


দিনহাটা

দিনহাটা মহাকুমা আদালত পকসো মামলায় এক ব্যক্তিকে কুড়ি বছরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে আদালতের সরকারি আইনজীবী তাহেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ফোর অফ পকসো এক্টের অধীনে বড় আটিয়াবাড়ী এলাকার অশোক চন্দ্র সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। আদালত তাকে ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেয়। 


এই বিষয়ে সরকারি আইনজীবী, তাহেরুল ইসলাম বলেন ওই নির্যাতিতা নাবালিকা যখন অভিযুক্ত অশোকচন্দ্র সরকারের বাড়িতে খেলতে যায় ঠিক সেই সময় অশোক এই কুকর্ম করে। 



এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয় এলাকায় উত্তপ্ত হয় তখন দিনহাটা থানার পুলিশ হস্তক্ষেপে তাকে তুলে নিয়ে আসে। এরপর ওই নাবালিকার মা দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অশোকের বিরুদ্ধে পকসো মামলা শুরু হয়।