পিএইচইর জল খেয়ে ডায়ারিয়ায় আক্রান্ত প্রায় ১৫ থেকে ২০ জন
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:
পিএইচইর জল খেয়ে ডায়ারিয়ায় আক্রান্ত প্রায় ১৫ থেকে ২০ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ৫০ উর্দ্ধ ওই ব্যক্তিকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যাল প্রতিনিধি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের রায়না 2 ব্লকে। পি এইচ ই তে নিম্নমানের প্লাস্টিকের পাইপ ব্যবহারের ফলেই এই ডায়রিয়া বলে অভিযোগ স্থানীয়দের।
মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামবাসীদের বিশুদ্ধ পানীয় জল দিতে ব্লকে ব্লকে তৈরি করা হয় পি এইচ ই। গত মাস কয়েক আগে পূর্ব বর্ধমানের রায়না 2 ব্লকের পহলানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুরে একটি পি এইচ ই তৈরি করা হয়। এই পি এইচ ই থেকে প্রায় তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ জল পান করেন।
স্থানীয়দের অভিযোগ পি এইচ ই তে নিম্নমানের প্লাস্টিকের পাইপ ব্যবহারের ফলে জলে প্লাস্টিকের গন্ধ আসে। মাঝে মাঝে প্লাস্টিকের পাইপের সাথে ব্লিচিং পাউডারের ও গন্ধ আসে।জলের সাধ পরিবর্তন হয়।গত কাল সন্ধ্যার পর থেকে বেশ কয়েকজনার পায়খানা ও বমি হতে শুরু করে। মাত্রাতিরিক্ত হওয়ার পর তাদেরকে মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনাকে বর্তমান হাসপাতাল স্থানান্তরিত করা হয় বলে জানান গ্রামবাসীরা।
গ্ৰামবাসিদের সচেতন করতে এবং চিকিৎসা পরিষেবা দিতে গ্রামে আসেন পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ ব্লক স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকেরা। ওয়ারেস ও মেট্রোজিল ওষুধ দেওয়া হয় গ্রামবাসীদের।
পহলানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবির কুমার সরকার বলেন এটা কি থেকে হয়েছে এখনই বলা সম্ভব হচ্ছে না।কারণ ওই সমস্ত এলাকার মানুষজনেরা পুকুরের জল ব্যবহার করেন, আবার পি এইচ ই র জল ব্যবহার করেন।সম্ভবত কোনো জায়গায় পাইপ ফেঁটে যাওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে।তবে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি। রায়না ২ ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কি থেকে হয়েছে এখনই বোঝা যাচ্ছে না। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। তাছাড়া ওই এলাকাতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকেরা এবং ব্লক ও পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত আছেন। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান নি সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিশা যশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊