উত্তেজনা দিনহাটায়, বিধায়ক নিখিল রঞ্জনের গাড়ি ভাঙচুর! অভিযোগ তৃণমূলের দিকেই 

Dinhata news

দিনহাটায় ফের রাজনৈতিক উত্তেজনা। কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে কে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ তৃণমূলের। ছোঁড়া হলো ইট পাথর ও ডিম। গাড়ির কাঁচ ভাঙলো বিধায়ক এর। বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দিনহাটা আদালত চত্বরে। 


জানা যায় পুরনো একটি মামলায় হাজিরা দিতে এদিন কোর্ট চত্বরে আসেন বিধায়ক নিখিল রঞ্জন দে। সেই সময় তৃণমূলের তরফে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরবর্তী থেকে কোর্ট থেকে বেরিয়ে যাবার সময় তাকে দেখে ফের গো ব্যাক স্লোগান বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিধায়কের দিকে ইট পাথর ও ডিম ছোড়া হয়, এছাড়াও গাড়িরও কাঁচ ভাঙ্গা হয় বলে অভিযোগ। 



যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশি নিরাপত্তায় কোর্ট চত্বর থেকে বিধায়ক কে বের করে নিয়ে আসা হয়। সেই সময় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে.।