Latest News

6/recent/ticker-posts

Ad Code

১২ দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন সুপারকে ডেপুটেশন জমা দিল আজিমগঞ্জ-জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের

১২ দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন সুপার কে ডেপুটেশন জমা দিল আজিমগঞ্জ-জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের

Ajimganj Jiaganj Rail yatri association




আজিমগঞ্জ- জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শুক্রবার ১২ দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন সুপার কে ডেপুটেশন জমা দেওয়া হল।



তাদের দাবি জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রয়োজনীয় পরিষেবার সম্প্রসারণ ও নতুন করে পুনরায় শুরু করা, সেই সঙ্গে অন্যান্য কাছাকাছি রেলস্টেশনের পরিষেবাগুলি পুনরায় চালু করা। মূল দাবি গুলি ছিল জিয়াগঞ্জ স্টেশনে আলাদা ও পূর্ন সময়ের রিজার্ভেশন টিকিট কাউন্টার চালু, নশীপুর রেল সেতু দিয়ে নতুন কিছু যাত্রী বাহি ট্রেন চালু, ধনধান্যে এক্সপ্রেস কে রোজ চালানো, লালগোলা লাইনে নতুন প্যাসেঞ্জার ট্রেন চালু করা ও এর গতিবেগ ১৩০ কিমি/ ঘন্টা করা, হলদিবাড়ী সুপারফাস্ট ট্রেন কে বাকি ৪ দিন নশীপুর সেতু দিয়ে (রানাঘাট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ দিয়ে) চালানো এবং সমস্ত লোকাল ট্রেনের স্টপেজ সহ নসিপুর রোড স্টেশন পুনরায় চালু করা ইত্যাদি। অন্যান্য সংগঠনের মধ্যে জিয়াগঞ্জ নাগরিক মঞ্চ, অখিল ভারতীয় গ্ৰহক পঞ্চায়েত ইত্যাদির প্রতিনিধি উপস্থিত ছিলেন।




প্রসঙ্গত উল্লেখ্য এদিন ডি আর এম শিয়ালদহের পাশাপাশি আলাদা করে স্টেশন সুপার কেও ডেপুটেশন দেওয়া হয়।




উপস্থিত ছিলেন মঞ্চের আহ্বায়ক সুভাষ পান্ডে, মঞ্চের প্রতিষ্ঠাতা রাজা ঘোষ, অরুনাশিষ ভট্টাচার্য, ব্রততী মিশ্র, পার্থ ঘোষ, রাজু দাস (মোট ২ জন), সাদেরুল আমিন, আবুল হাসান, সারিউল ইসলাম, রাকিব সেখ, স্বরূপ ঘোষ, দিলিপ সরকার, ধনঞ্জয় হালদার ও আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code