IPL-র আগে রাজার শহর কোচবিহারে KKR-র উদ্যোগে ট্রফি
22 শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল, তার আগে আইপিএল ট্রফি এসে পৌছালো কোচবিহারে, কেকেআর সমর্থক সহ ক্রিকেটপ্রেমীদের ব্যাপক উন্মাদনা দেখা গেলো কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে।
জানা গেছে কোচবিহার জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে সিএবির সহযোগিতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আকর্ষণীয় ট্রফি এসে পৌঁছায় কোচবিহারে। বুধবার বিকেল চারটায় এই ট্রফি এসে পৌঁছায় কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাই কেকেআর ভক্তদের জন্য দারুণ উপহার দিল কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা। আইপিএল ট্রফির সঙ্গে কেকেআর সমর্থকরা ছবি তুললেন এদিন।
প্রত্যেকের হাতে ছিল কেকেআর পতাকা, ফ্লেক্স, পোস্টার। তবে শুধু সমর্থকরাই নয় ক্রিকেট প্রেমীদেরও এদিন ভিড় দেখা গেছিল, বিভিন্ন দলের সমর্থকরা ও এদিন এসেছিল আইপিএল ট্রফিটিকে সামনে থেকে দেখার জন্য। কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে ট্রফি সাজিয়ে রাখা হয়। বিনামূল্যে রেজিস্ট্রেশন করে লাইনে দাঁড়িয়ে এদিন আইপিএল ট্রফির সঙ্গে ছবি তোলেন ক্রিকেট ভক্তরা।
গত বছর চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর, তাই সেই ট্রফি ছুয়ে দেখার বিশেষ মুহূর্ত মিস করলেন না অনেকেই। বিকেল চারটা থেকে রাত ৯ টা পর্যন্ত ছবি তুলতে পারেন ক্রিকেট প্রেমিরা।
আইপিএলের ট্রফি এবার দেখা মিললো কোচবিহার স্টেডিয়ামে।।
Posted by Sangbad Ekalavya on Wednesday, March 5, 2025
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊