স্কুলের পর বিজ্ঞানে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে রাজ্যস্তরীয় আলোচনাচক্র শ্রীপৎ সিং কলেজে

Sripath Singh College


শ্রীপৎ সিং কলেজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল (CDCPC) এবং IQAC এর যৌথ উদ্যোগে "স্কুলের পর বিজ্ঞানে উচ্চশিক্ষার সুযোগ এবং ক্যারিয়ার গড়ার সম্ভাবনা" শীর্ষক একদিনের রাজ্যস্তরীয় আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনাচক্র আয়োজনের মূল অনুপ্রেরণা ছিলেন শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ ডাঃ কমল কৃষ্ণ সরকার। কলেজের বরিষ্ঠ অধ্যাপক ডাঃ আব্দুল কাদের আহমেদ এবং ডাঃ মিতালি টিকাদার (শিক্ষক সংসদের সম্পাদিকা) উক্ত বিষয়ে তাঁদের মূল্যবান মতামত প্রকাশ করেন।

এই আলোচনাচক্রের মূল বক্তারা ছিলেন ডাঃ অভিষেক বসু (বিভাগীয় প্রধান, আনবিক জীববিদ্যা এবং জৈবপ্রযুক্তিবিদ্যা, শ্রীপৎ সিং কলেজ), শ্রী সুশোভন মণ্ডল (GBP হাই স্কুল), শ্রী রামপদ মণ্ডল (রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির) এবং শ্রী নবিউল খান (রাণী ভবানী বিদ্যাপীঠ)।

ছাত্রছাত্রীরা মূল বক্তাদের বক্তব্যে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হয়েছে এবং ছাত্রছাত্রী ও বক্তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে এক প্রাণবন্ত আলোচনা চলে।

সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মিস মানালি বিশ্বাস (আনবিক জীববিদ্যা এবং জৈবপ্রযুক্তিবিদ্যা বিভাগ, শ্রীপৎ সিং কলেজ)।

এছাড়া, এই আলোচনাচক্র সফলভাবে সম্পন্ন করতে ডাঃ সাগর সিমলান্ডি (IQAC Coordinator) এর সহযোগিতার জন্য আয়োজক কমিটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।