Tapasi Mondal: তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার BJP বিধায়ক তাপসী মণ্ডল

Tapashi Mandal


তৃণমূলে যোগ দিলেন বিজেপির বিধায়ক। বিরোধী দলনেতা শুভেন্দুর জেলায় বিজেপিতে ফের ভাঙন ! ফের দলবদল করতে চলেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এমনটাই জল্পনা চলছিল। শেষমেষ জল্পনা কাটিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক । সিপিএম বিজেপি হয়ে এবার ঘাসফুলের জমিতে তাপসী মণ্ডল।

তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বিজেপিকে নিয়ে তোপ লাগলেন। তার কথায়, আমরা আমাদের লোকসভা বা জেলার উপরে দাঁড়িয়ে.. সেটা একটা জায়গায় যাচ্ছিল। কিন্তু সেটাকেও পক্ষান্তরে, সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে, যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে, একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে, প্রতিনিয়ত বিঘ্নিত করছে, দলের মধ্যেকার নের্তৃত্বরা। তাই, সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ, আমার মধ্যে তৈরি হয়েছে।'

এদিন তিনি টানলেন অতীতকেও। ২০১১ সালে যখন শুভেন্দু অধিকারীর নের্তৃত্বে হলদিয়ায় তৃণমূল আসে তখন তিনি সেখানকার কাউন্সিলর। ২০১৬-তে হন বিধায়ক। শুভেন্দুর নেতৃত্বেই কাজ করতে পারেননি বলে জানান। এখন বিজেপিতে যোগ দিয়েও কাজ করতে পারছেন না। তিনি বলেন, 'মানুষের আশা, মানুষ আজকে আমাকে দুবার নির্বাচনে জয়ী করেছেন, কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে এলাকায় কোনওরকম কাজ করার সুযোগ হয়নি।'