ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, জ্বলতে থাকলো একের পর এক গাড়িও! 

Plane Crash



ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। জানা যাচ্ছে ল্যাঙ্কাস্টার বিমানবন্দর থেকে ছেড়ে ওহাইওর স্প্রিংফিল্ডের স্প্রিংফিল্ড-বেকলি মিউনিসিপ্যাল বিমানবন্দরের উদ্দেশে ওড়ার কিছু সময় পরেই দুর্ঘটনা। একটি সূত্র জানাচ্ছে বিমান আগুন ধরলেও পাঁচ যাত্রী এখনোও জীবিত রয়েছেন।

একটি সূত্রের দাবি, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট জানান যে একটি বিমানে একটি দরজা খোলা রয়েছে এবং বিমানটিকে অবতরণ করাতে হবে। কিন্তু সম্ভবত অতিরিক্ত হাওয়ার জন্য পাইলট কন্ট্রোলারের কথা শুনতে পাননি।

ফিলাডেলফিয়া থেকে প্রায় ৭৫ মাইল (১২০ কিমি) পশ্চিমে ম্যানহেইম টাউনশিপের ব্রেথ্রেন ভিলেজের কাছে ঘটনাটি ঘটে বলে জানা যায়। যেখানে বিমানটি ধসে পড়ে, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে । বিমানটি যেখানে পড়ছিল সেখানে থাকা গাড়ি গুলোতে আগুন লাগছিল কালো ধোঁয়ায় চেপে যাচ্ছিল। তবে সৌভাগ্যক্রমে নিকটবর্তী তিনতলা বাড়িটির কোনও ক্ষতি হয়নি।