পুলিশের ভুলে জেলে ৫ বছর! আদালতের নির্দেশে বাড়ি ফিরলেন দিনহাটার বাসিন্দা
কোচবিহারের মেখলিগঞ্জ থানার পুলিশ যখন তাকে আটকায়, অসংলগ্নভাবে নিজের নাম ও ঠিকানা ভুল বলে ফেলেছিলেন কোচবিহারের দিনহাটা ১ ব্লকের নিগমনগর এলাকার বাসিন্দা মানসিকভাবে সামান্য ভারসাম্যহীন শ্যামলচন্দ্র পাল। তার এই একটা ভুলেই বাংলাদেশী অনুপ্রবেশকারী পরিচয়ে হাজতে পুড়েছিল পুলিশ। তার ভুলে ও পুলিশের ব্যর্থতায় তিনি হয়ে গিয়েছেন বাংলাদেশের টাঙাইল জেলার বাসিন্দা হরিলালচন্দ্র পাল।
পুরো বিষয়টি নজর এড়িয়ে যায় আদালতেরও। এই ভুলের মাশুল গুনলেন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। সাজানো কেসের ভিত্তিতে বিনাদোষেই বাংলাদেশী অনুপ্রবেশকারী পরিচয়ে জীবনের প্রায় পাঁচটি বছর নষ্ট হল তার।
অবশেষে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে বিনা শর্তে মুক্তি পেয়ে শুক্রবার বাড়ি ফিরলেন শ্যামল। এদিন সকাল ১০ টা নাগাদ বাড়ি ফিরলে এলাকার বাসিন্দারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিবার, পরিজন ও প্রতিবেশীরাও ভীড় করেন তার বাড়িতে।
দীর্ঘদিন বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারের মানসিক হাসপাতালে থাকলেও শ্যামলের অবস্থার বিশেষ উন্নতি হয়নি। পরিবারের কয়েকজনকে চিনতে পারলেও কথা বলার অবস্থায় ছিলেন না তিনি। স্থানীয় প্রশাসন অবশ্য শ্যামলের চিকিৎসার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊