হোলি উৎসবের আনন্দের মধ্যেই বিষাদের ছায়া কোচবিহারে

Amidst the joy of Holi festival, a shadow of sadness looms over Cooch Behar



হোলি উৎসবের আমেজের মধ্যেই বিষাদের ছায়া। বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি এলাকায়। মৃত ওই যুবকের নাম বাপি বর্মন। তার বাড়ি চান্দামারী এলাকায়। ওই ঘটনায় আরো দুই যুবক গুরুতর আহত হয়েছে। তাদের গোসানিমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি বাজার থেকে একটি বাইকে করে তিনজন যুবক কাকিনা রোড ধরে চান্দামারীর দিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর উল্টো দিক থেকে একটি চার চাকার গাড়ি ওই বাইকটিকে ধাক্কা দেয়। বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। 

মৃত ওই যুবকের নাম বাপি বর্মন। তার বাড়ি চান্দামারী এলাকায়। ওই ঘটনায় বাকি দুইজন গুরুতর আহত হয়। তাদের একজনের নাম বিক্রম বর্মন এবং অপরজন জিতু দাস। বিক্রমের বাড়ি চান্দামারী এলাকায়, জিতু দাসের বাড়ি আসামের গৌহাটিতে। আহত দুজনকে গোসানিমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

রাজ্য জুড়ে বেশ কয়েক বছর ধরেই 'সেভ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি চলছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সময়ে রাস্তা চলাচলের নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। বাইক চালানোর নিয়মাবলী, অন্যান্য গাড়ী চালানোর যে নিয়ম-কানুন সবকিছুই পুলিশের তরফ থেকে একাধিক বার মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ সেই নিয়ম-কানুনের তোয়াক্কা না করে বাইক ছাড়াও অন্যান্য গাড়ী চালিয়ে থাকে। ফলে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে থাকে। এদিন একটি বাইকে তিন যুবক যেভাবে বাইক চালাচ্ছিল তার ফলেই এই দুর্ঘটনা বলে স্থানীয় মানুষ মনে করছেন।