Latest News

6/recent/ticker-posts

Ad Code

দাউদাউ করে জ্বলছে সোনামুখী! ধোঁয়ায় অন্ধকার চারিদিক

দাউদাউ করে জ্বলছে সোনামুখী! ধোঁয়ায় অন্ধকার চারিদিক

Bankura Sonamukhi Forest

বাঁকুড়া : -

সোনামুখীর জঙ্গলের দাউদাউ করে জ্বলছে আগুন, আগুন নেভাতে বনদপ্তরের কর্মীরা, ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা ।


হঠাৎ করেই সোনামুখীর জঙ্গলে দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন চারিদিক ধোঁয়ায় অন্ধকার। একের পর এক জ্বলছে গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তরের কর্মীরা। ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে কোন অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্যপ্রাণের । নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ। 



একদিকে তীব্র গরম অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাও দাও করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গল। সাধারণ মানুষ মনে করছে বনদপ্তরের নজরদারির অভাব রয়েছে।এবং মানুষকে আরো সচেতন করা প্রয়োজন রয়েছে। বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার প্রয়োজন।


বনদপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে বনদপ্তরের কোনো গাফিলতি নেই আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং চলছে। বনদপ্তর এর কর্মীরা দফায় দফায় টহল দিচ্ছে বন্য এরিয়া। তারপরেও কেউবা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। যদি জানতে পারা যায় কে আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এইভাবে আগুন লাগালে ব্যাপক ক্ষতি হবে গাছপালার এবং বন্যপ্রাণের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code