শুভেন্দুর হুশিয়ারির পর রামনবমী নিয়ে সতর্ক কলকাতা পুলিশ ! কি বললেন নগরপাল?
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
রামনবনীকে ঘিরে পর্যাপ্ত ব্যবস্থাপনা করা হচ্ছে। এই বিষয়ে একাধিক বৈঠক হয়েছে। তারা পরিস্থিতির উপরে নজর রাখছেন বলে জানালেন কলকাতা পুলিশ নগরপাল মনোজ ভার্মা। রাম নবমী নিয়ে শুভেন্দু অধিকারী হুশিয়ারি পর সতর্ক কলকাতা পুলিশ। এদিন গরম ও দাবদাহে ট্র্যাফিক পুলিশেরদের ডিউটি ৬ ঘণ্টা করে দেওয়ার ঘোষণা করলেন নগরপাল মনোজ ভার্মা।
বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ৫৫৭ জন কলকাতা ট্র্যাফিক পুলিশ কর্মীদের সামার কিট বিতরণ করলেন নাগারাল মনোজ ভার্মা, অ্যাডিশনাল সি পি ডি পি সিংহ, অ্যাডিশনাল সি পি শুভঙ্কর সিনহা সরকার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এদিন এই সামার কিটে জলের বোতল, ওআরএস, সানগ্লাস, এবং ছাতা দেওয়া হল। এদিন নগরপাল জানান যে বর্তমান পরিস্থিতিতে গরম প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে যাচ্ছে। ফলে ট্র্যাফিক পুলিশ যারা কাজ করছেন। তাদের অনেক কষ্ট হয়। তাই শুধুমাত্র গরমকালের জন্য তাদের ডিউটি সময়সীমা কাটছাঁট করে মাত্র ৬ ঘণ্টা করে দেওয়া হল বলে জানালেন তিনি।
এদিন তিনি যাদবপুরের ঘটনায় ছাত্র গ্রেফতারি নিয়েও মুখ খোলেন।তিনি বলেন একজন কে গ্রেফতার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। আরো বেশ কয়েক জন কে নোটিশ করা হয়েছে। দফা দফায় তাদের কে ডাকা হবে বলে জানালেন তিনি। এছাড়া এদিন ফেক পাসপোর্ট করার জন্য ৬৯ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে বলে ও জানান তিনি। তার মধ্যে কিছু জন বিদেশ পালিয়ে চলে গেছেন বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিলেন নগরপাল মনোজ ভার্মা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊