বিভাজনের রাজনীতি চলছে, বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল, বললেন অধীর
বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয় সর্বভারতীয় প্রদেশ কংগ্রেস ওয়াকিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী একপ্রেস মিট করে তিনি বলেন এর আগে তৃণমূল হাইকোর্টের জজ সাহেবের বিরুদ্ধে পোস্টারিং করেছে, অপমান করেছে, সিকিউরিটি তুলে নিয়েছে, তৃণমূল বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে মাথা নিচু করাতে চায়। সেই রাজ্যের কি পরিণতি হতে পারে এটাই তার প্রমাণ।
অধীর বলেন থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা এই প্রকল্প চালু করেছিল দিদি নিজে, দিদির এলাকা ভবানীপুরে তাদের আসামি যখন থানায় সেই থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে আসার প্রথম প্রকল্প শুরু করেছিলেন দিদি তার ভাইরা বর্তমানে সেটা শিখেছে। তিনি বলেন থানা থেকে ছাড়িয়ে আনছে, লকআপ থেকে ছাড়িয়ে আনছে সবই তো ওদের নিজেদের। দুর্বৃত্ত রাজ নৈরাজ্য রাজ তার চূড়ান্ত অবস্থা চলছে বাংলায়। বললেন অধীর।
বিভাজন নিয়ে অধীর চৌধুরী বলেন বিভাজনের খেলা খেললে একদিকে তৃণমূলের সুবিধা হবে আরেকদিকে বিজেপির সুবিধা হবে, অধীর বলেন আমরা চাইবো বাংলার মানুষ বিচার করুন, কারা প্রকৃত ধর্মনিরপেক্ষ কারা বাংলার ভালো চায়। তিনি বলেন আমাদের ক্ষমতা কম থাকতে পারে, কিন্তু আমাদের মানসিকতা তাকে বিচার করতে আপনাদের হবে। এই বাংলায় কি চলছে দেখুন সেখানে ধর্মনিরপেক্ষ শক্তি তার মধ্যে কংগ্রেস তাদের ভূমিকা কি? আরো বেশি তাদের শক্তিশালী করা দরকার কিনা সেটা আপনারা বিচার করুন। বললেন অধীর।
ফুরফুরা শরীফ নিয়ে প্রশ্ন করলে তার উত্তরে অধীর বলে হয়তো ফুরফুরা শরীফে মমতার সমর্থন ফুরিয়ে আসছে। সেটা ভেবে ওখানে গিয়ে তিনি ইফতারের নাটক করে আবার সেটা ফিরাতে চাইছে। তার চালাকিতে কোন তুলনা হয়না, বললেন অধীর। অধীর বলেন এই যে ধর্মের নামে যে তরজা চলছে এর মধ্যে মানুষ যে কি দুরবস্থার মধ্যে আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের এই সমস্যা আরো ভয়ঙ্কর বাড়বে, নদীর নালা শুকিয়ে যাবে তারপরেই আবার আসবে বন্যা আরো বিপদ বাড়বে এই বাংলা খরা আর বন্যা থেকে মুক্ত নয়। তার সঙ্গে আছে ভাঙ্গনের বিপদ তা নিয়ে কোন ভাবনা চিন্তা নাই এইসবের জন্য কাজ করার সময় এখনই বললেন অধীর, কিন্তু তা না করে এই সময় তারা ব্যস্ত ধর্ম নিয়ে রাজনীতি করতে।
অধীর বলেন আমরা ধর্ম নিয়ে কোন রাজনীতি করি না আমাদের যা হয় হবে ভারতবর্ষে আরএসএস ১৯২৫ সালের জন্মেছিল সেই সময় থেকে কংগ্রেসের সঙ্গে লড়াই। আজ ১০০ বছর পার হয়ে গেছে, কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে শক্তিশালী হয়েছে আরএসএস ইতিহাস প্রমাণ করে দিল কংগ্রেস দুর্বল হলে আরএসএস-এর শ্রী বৃদ্ধি হয়। কুম্ভ নিয়ে প্রশ্ন করলে অধীর বলেন পুণ্য কুম্ভ বলুন, অর্ধ কুম্ভ বলুন, এগুলোর না মোদির সৃষ্টি না আমাদের সৃষ্টি এ যুগ যুগ ধরে চলছে এ কবে সৃষ্টি হয়েছিল তার কোন সাল তারিখ আমাদের জানা নাই কিন্তু আজ আমরা দেখছি মহাকুম্ভ নিয়ে এ সরকার রাজনীতি করছে। যা দেখাচ্ছে যে মহা কুম্ভ ওরাই সৃষ্টি করেছে ওরাই এই কুম্ভের সৃষ্টিকর্তা। মোদি এবং দিদি এই ধর্ম নিয়ে রাজনীতি আরম্ভ করেছে। যার ফলে আজ ভারতবর্ষে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে দিদি আর মোদী ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊