দিনহাটায় দোল উৎসবে গুলি, প্রাণ গেল এক যুবকের

Dinhata news


দিনহাটা: 

হোলির আনন্দ মুহূর্তের মধ্যে রূপ নিল রক্তাক্ত ঘটনায়। সোমবার বিকেল প্রায় ৪টা নাগাদ কোচবিহারের দিনহাটা থানার পেটলা জামাদারবস পাঁচকন্যা এলাকায় গুলির ঘটনায় মৃত্যু হল এক যুবকের।



পুলিশ সূত্রে জানা গেছে, দোল উৎসব উপলক্ষে পাঁচ বন্ধু একসঙ্গে রঙ খেলছিল। সকলেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এই সময় হঠাৎই বচসা বাঁধে, আর সেই বিবাদ চরমে পৌঁছলে স্থানীয় দুষ্কৃতী বন্দন দাস বেআইনি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। গুলি লাগে তপন বর্মনের গায়ে।



স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বন্দন দাস। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। জানা গেছে, বন্দন এলাকার কুখ্যাত অপরাধী এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে।



স্থানীয়দের দাবি, দোল উৎসবের সময় এলাকায় বেআইনি মদের কারবার রমরমিয়ে চলে, যার জেরেই প্রায়শই অশান্তি সৃষ্টি হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।