Latest News

6/recent/ticker-posts

Ad Code

নয়া মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা

নয়া মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা 

Rohit Sharma



গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রান না পেলেও নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। এদিন ৪ বলে ৮ রান তোলেন রোহিত। মহম্মদ সিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে এদিন ৪৫০ টি ম্যাচ খেলার নজির স্পর্শ করলেন তিনি।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন রোহিত। এই তালিকায় রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। ৪১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দীনেশ। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এখনও পর্যন্ত ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তালিকায় চতুর্থ স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ৩৯৩টি ম্যাচ খেলেছেন তিনি।

২০০৭ সালে মুম্বইয়ের হয়ে বরোদার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত। সেবছর বিশ্বকাপ জয়ী টি টোয়েন্টি দলের সদস্য ছিলেন রোহিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। তার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। তবে আইপিএলে এখনোও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন রোহিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code