সিতাই সাগরদিঘি ব্রিজের নীচে তলিয়ে যাওয়া যুবকের দেহ অবশেষে উদ্ধার 

Sitai news

সিতাই

সিঙ্গিমারী নদীতে ডুবে যাওয়া কিশোরের দেহ উদ্ধার। গত বৃহস্পতিবার সিঙ্গিমারী নদীতে ডুবে যাওয়া কিশোর হৃষিকেশ রায়ের মরদেহ অবশেষে উদ্ধার করা হল। আজ শনিবার সকালে নদীতে ভেসে ওঠা দেহটি স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেয়। 



উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে সিঙ্গিমারী নদীতে স্নানরত অবস্থায় বিদ্যুৎ বর্মন ও হৃষিকেশ রায় নামে দুই কিশোর ডুবে যায়। বিদ্যুৎ কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও হৃষিকেশের কোনো খোঁজ মিলছিল না। সিভিল ডিফেন্সের ডুবুরি ও স্পিড বোট দিয়ে দুই দিন ধরে তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু সফলতা আসেনি। 



তবে আজ শনিবার সকাল ১০টার দিকে হৃষিকেশের পরিবারের সদস্যরা জানান এদিন সকলে নদীতে তার দেহ ভেসে উঠতে দেখেন। এরপর খবর দেওয়া হয় সিতাই থানার পুলিশ কে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।