Latest News

6/recent/ticker-posts

Ad Code

সৌদি আরবে আজ পালিত হচ্ছে খুশির ঈদ উল ফিতর, ভারতে কবে?

সৌদি আরবে আজ পালিত হচ্ছে খুশির ঈদ উল ফিতর

Eid news


সৌদি আরবে আজ পালিত হচ্ছে খুশির ঈদ উল ফিতর। শনিবার চাঁদ দেখে সৌদি আরবে রবিবার পালিত হচ্ছে ঈদ। ৩০ দিনের পবিত্র রমজান মাস শেষে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা খুশির ঈদ পালন করেন।

এদিন, সৌদি আরব জানিয়েছে, ১৪৪৬ শাওয়ালের চাঁদ শনিবার সেদেশে দেখা গিয়েছে। ফলত, আরব দেশ রবিবার পালন করতে চলেছে ইদ উল ফিতর। উল্লেখ্য, হিজরি সনের দশম মাস শাওয়ালের প্রথম তিন দিনে ইদ- উল-ফিতর পালিত হয় এবং এর তারিখ অর্ধচন্দ্র দেখার উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলি সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমি দেশগুলির ঠিক একদিন পরে পবিত্র ঈদ পালন করে। ২ মার্চ থেকে এবছর রমজান মাস শুরু হয় ভারতে ফলে মনে করা হচ্ছে ৩১শে মার্চ বা ১লা এপ্রিল পালিত হতে চলেছে ঈদ উল ফিতর। সবটাই নির্ভর করবে চাঁদ দেখার ওপর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code