রৌশনকে সংবর্ধনা লক্ষ্যভেদ কোচিং সেন্টারের
সর্বভারতীয় আইআইটি জ্যাম এক্সামে ৩২৪ রেঙ্ক করে নজর কেড়েছে কোচবিহারের ছেলে। সংসারে অভাব অনটন, তাই তো পড়ার ও বাবার সংসারে খরচ যোগাতে লক্ষ্যভেদ কোচিং সেন্টারে ছাত্র পড়ায়। সেখানে ছাত্র পড়িয়ে নিজের পড়াশোনা ও আরো কিছু বাড়তি রোজগারের জন্য বিভিন্ন দিকে ছোটা। এরপরেও ৩২৪ রেঙ্ক, সত্যি প্রশংসার দাবিদার।
রৌশন আলীর বাড়ী কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুরের শৌলধুকরীতে । বাবা মকসেদ আলী পেশায় রাজমিস্ত্রি। মা-বাবার তিন ছেলের মধ্যে বড় ছেলে রৌশন আলী। বড় ছেলের বড় দায়িত্ব পালনের মাঝেও অভাব অনটনকে সাথী করে সর্বভারতীয় স্তরে অভূতপূর্ব সাফল্যে খুশির হাওয়া কোচবিহারে।
আজ রৌশন আলীর সাফল্যে সংবর্ধনা প্রদান করে লক্ষ্যভেদ কোচিং সেন্টার। কোচিং সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সংবর্ধনা প্রদান করেন কোচিং সেন্টারের ম্যানেজার কালজানী সাজাহান উদ্দিন হাই স্কুলের প্রাক্তন ডেপুটি শিক্ষক বিকাশ চন্দ্র রায় , কোচবিহার জেলা জজ আদালতের আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী সহ অন্যান্যরা।
সংবর্ধিত হয়ে রৌশন আলী বলেন, গরীবের ঘরে জন্ম হয়েছে তাই অভাব অনটন নিত্যসঙ্গী। লক্ষ্যভেদ কোচিং সেন্টার ছাত্র-ছাত্রীদের পড়ানোর সুযোগ করে দেয়ায় আমি নিজের জ্ঞান বাড়িয়ে নিতে পেরেছি ও আর্থিক দিক থেকে অনেকটাই সহায়তা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊