টসে হার, RCB-র বিরুদ্ধে প্রথম ব্যাটিং KKR, কোথায় দেখবেন খেলা?
টসে হার, RCB-র বিরুদ্ধে প্রথম ব্যাটিং KKR, কোথায় দেখবেন খেলা? নিয়ম অনুযায়ী গত বারের চ্যাম্পিয়নদের মাঠেই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খেলা হয়। সেই মতোই গত বারের চ্যাম্পিয়ন কেকেআরের হোম গ্রাউন্ড, কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরসিবির ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজকে। ইতিমধ্যে টস পর্ব শেষ করে ব্যাটিং -এ কলকাতা।
কেকেআর বনাম আরসিবির এবারের আইপিএলের প্রথম ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে। এছাড়াও টিভির সামনে বসার সুযোগ না থাকলে কোনো অসুবিধা নেই আপনি আপনার মুঠোফোনেই দেখতে পারবেন খেলা। জিও হটস্টারে এবারের আইপিএলের প্রথম ম্যাচ দেখতে পারবেন।
ইতিমধ্যে হয়েছে টস। টসে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে ইডেনে প্রথম ফিল্ড করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক। ফলে প্রথমে বাইশ গজে ব্যাট হাতে দাপট দেখাতে হবে কেকেআর কে।
আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025), ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন, মতান্তরে বিশ্বের সেরা টি-২- ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার অপেক্ষায় থাকেন সকল ক্রিকেটপ্রেমীরাই। এবারেও তাঁর অন্যথা হয়নি। উত্তেজনা পারদ তুঙ্গে, দুই দলের লড়াই শুরু হয়ে গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊