Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে প্রস্তুত, উত্তরবঙ্গে দুই অঙ্ক পার করতে পারবে না বিধানসভায়: রবীন্দ্রনাথ ঘোষ

৩ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে প্রস্তুত, উত্তরবঙ্গে দুই অঙ্ক পার করতে পারবে না বিধানসভায়: রবীন্দ্রনাথ ঘোষ

Rabindranath Ghosh




সমির হোসেন, কোচবিহার:

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার জেলার ৬ জন বিজেপি বিধায়ক এর মধ্যে অন্ততপক্ষে তিনজন মানসিকভাবে প্রস্তুত রয়েছেন তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য। এমনকি গোটা উত্তরবঙ্গে ৫৪ টি আসনের মধ্যে বিজেপি এবার দুই অঙ্কের সংখ্যা পার করতে পারবে না। বিজেপি বিধায়কদের তৃণমূল কংগ্রেসের যোগদানের জল্পনা উস্কে দিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ও বর্ষিয়ান কোচবিহার জেলার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। 


যদিও রবীন্দ্রনাথ ঘোষ এর এই মন্তব্য কে একেবারেই পাত্তা দিতে নারাজ বিজেপি। ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়িকা মালতি রাভা প্রত্যেকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষকে। তাদের দাবি যেহেতু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্তরে রবীন্দ্রনাথ ঘোষ ব্যাকফুটে রয়েছে তাই শিরোনামে আসার জন্য তিনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। 



পাশাপাশি তাদের আরও দাবি বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে নয় বরং ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে অনেক তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বিজেপিতে যোগদান করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code