জাল নোট ও গাঁজা সহ এক মহিলা সহ গ্রেফতার তিন

Ganja and fake note rescue


আলিপুরদুয়ার জেলা পুলিশের বড় সাফল্য! সাড়ে ১২ হাজার টাকার জাল নোট এবং গাজা সহ গ্রেপ্তার এক মহিলা সহ তিন জন।


ঘটনার বিবরণে জানা গেছে শনিবার গোপন সূত্রের খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ নিউ আলিপুরদুয়ার এলাকায় নাকা চেকিং এ একটি টোটোকে আটক করে। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক এন শ্রীনিবাস। আটক হওয়া টোটো থেকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা এবং এক মহিলার কাছ থেকে সাড়ে বারো হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। ধৃতরা তিনজন কোচবিহার জেলার দিনহাটা মহকুমার চৌধুরীহাটের বাসিন্দা বলে জানা যায়। 



জানা গেছে চৌধুরীহাট থেকে আলিপুরদুয়ারে পাচারের জন্যই এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। এরপরেই নিউ আলিপুরদুয়ার এলাকায় নাকা চেকিং করতেই ধরা পড়ে গাঁজা এবং জাল নোট।


এ বিষয়ে আলিপুরদুয়ার মহাকুমা পুলিশ আধিকারিক কি বলছেন বিস্তারিত শুনে নেব