Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব নারী দিবসে বিশেষ আলোচনা সভা প্রমিলা বাহিনীর

বিশ্ব নারী দিবসে বিশেষ আলোচনা সভার আয়োজন প্রমিলা বাহিনীর

International women's day



বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী অধিকার, হিংসা, বাল্যবিবাহ, শিশু পাচার ও শিশুশ্রম রোধে সচেতনতা বাড়াতে প্রমিলা বাহিনীর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার দুপুরে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত মিটিং হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নাবার্ড ও অ্যাকশন এইড কলকাতার সহায়তায় আয়োজিত এই সভায় সমাজে নারীদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, বাল্যবিবাহের ভয়াবহতা, শিশু পাচারের সংকট ও শিশুশ্রমের প্রসার নিয়ে আলোচনা হয়।


প্রমিলা বাহিনীর প্রতিনিধি সাজিদা পারভীন জানান, "এই সভার মূল উদ্দেশ্য হলো নারীদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা। সকলকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে আমরা একসঙ্গে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারি।"


উপস্থিত সকলে এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code