বিশ্ব নারী দিবসে বিশেষ আলোচনা সভার আয়োজন প্রমিলা বাহিনীর

International women's day



বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী অধিকার, হিংসা, বাল্যবিবাহ, শিশু পাচার ও শিশুশ্রম রোধে সচেতনতা বাড়াতে প্রমিলা বাহিনীর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার দুপুরে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত মিটিং হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নাবার্ড ও অ্যাকশন এইড কলকাতার সহায়তায় আয়োজিত এই সভায় সমাজে নারীদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, বাল্যবিবাহের ভয়াবহতা, শিশু পাচারের সংকট ও শিশুশ্রমের প্রসার নিয়ে আলোচনা হয়।


প্রমিলা বাহিনীর প্রতিনিধি সাজিদা পারভীন জানান, "এই সভার মূল উদ্দেশ্য হলো নারীদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা। সকলকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে আমরা একসঙ্গে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারি।"


উপস্থিত সকলে এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।