হাসপাতালে ভর্তি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়


Jagadeep Dhankar


হাসপাতালে ভর্তি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। জানা যাচ্ছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি রয়েছেন তিনি। জানা গেছে, গতরাতে বুকে ব্যথা হওয়ায় গভীর রাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে উপরাষ্ট্রপতিকে। ৭৩ বছর বয়সি ধনকড়কে AIIMS-এ ভর্তি করা হয় ধনকড়কে। এই মুহূর্তে হাসপাতালের CCU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।


AIIMS-এ কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক রাজীব নারং-এর পর্যবেক্ষণে রয়েছেন ধনকড়। ইতিমধ্যে ধনকড়ের পর্যবেক্ষণে গঠিত হয়েছে মেডিকেল টিম। আপাতত ধনকড়ের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপি-র সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। 



ধনকড়কে দেখতে AIIMS-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'AIIMS গিয়েছিলাম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে দেখতে। ওঁর স্বাস্থ্যের খবর নিয়েছি। ওঁর সুস্বাস্থ্য কামনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন'।