বিধায়কের ওপর হামলার প্রতিবাদে কোচবিহারের রাজপথ অবরোধ বিজেপির

bjp


বিধায়কের ওপর হামলার প্রতিবাদে কোচবিহারের রাজপথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। জানা যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে পুরনো এক মামলার হাজিরা দিতে দিনহাটায় গেছিলেন।

অভিযোগ সেই জায়গায় তৃণমূলের হার্মাদ বাহিনী নিখিল রঞ্জন দের ওপর আক্রমণ করে। তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তাদের উপর পাথর, ডিম ছোড়ে। এছাড়াও তারা যাতে ওখান থেকে বেরিয়ে যেতে না পারে গাড়ি ভাঙচুর এবং টায়ারের হাওয়া পর্যন্ত ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।




এমন খবর শোনা মাত্রই কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব কোচবিহারের মরাপোড়া চৌপথিতে পথ অবরোধ করেন। এবং দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলে জানান।

সেই পথ অবরোধে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ বিজেপির এক ঝাঁক নেতৃত্ব।


পরবর্তীতে কোচবিহারের কোতোয়ালি থানার আইসি তপন পালের আশ্বাসে তারা পথ অবরোধ তুলে নেন।


অবরোধ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সেই আক্রান্ত বিধায়ক নিখিল রঞ্জন দে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন আজকে যদি আমার সিকিউরিটি না থাকতো তাহলে সেখান থেকে ফিরে আসা মুশকিল ছিল। এরপর তিনি বলেন একজন বিধায়কের যেখানে সুরক্ষা নেই সেখানে সাধারণ মানুষের সুরক্ষা থাকবে কিভাবে?? তার অভিযোগ পুলিশ এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।