HS Exam 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের
আগামীকাল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এদিকে আগামীকাল বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘট ডেকেছে SFI। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা ঠেকাতে পদক্ষেপ করলো কলকাতা পুলিশ। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ও পরীক্ষা দিতে পারেন তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, "আগামীকাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কাল সকাল থেকেই পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে, বিভিন্ন স্কুল এবং কলেজে। দুৰ্ভাগ্যের, কালই একটি রাজনৈতিক সংগঠনের তরফে রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের শুধু এটুকুই বলার - পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে, এমন কোনও কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না। নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।''
পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তাই সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের কোনও সমস্যা যদি হয় সেক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। প্রয়োজনে ৯৪৩২৬১০০৩৯- এই নম্বরে ফোন করা যাবে। এদিন কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, "কাল রাজ্যের সর্বত্র সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে বাড়তি নজরদারি। পরীক্ষার্থীদের অনুরোধ, রাস্তায় কোনওরকম অসুবিধেয় পড়লে নিকটবর্তী পুলিশকর্মীদের সাহায্য নিন। পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয়, এমন যে কোনও কর্মসূচিতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।''
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊