ভূতুড়ে ভোটারের খোঁজ মিললো দিনহাটায়!

voter list


দিনহাটা

এবার দিনহাটা বিধানসভাতে ভূতুড়ে ভোটারের খোঁজ মিলল, ফেসবুক পোস্ট মন্ত্রী উদয়ন গুহের। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এই বিষয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। 


প্রসঙ্গত এদিন দুপুরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানান যে দিনহাটা বিধানসভাতে ভূতুড়ে ভোটারের খোঁজ মিলেছে, যার জন্য ভারতীয় নির্বাচন কমিশন দায়ী। তিনি তার পোস্টে লেখেন দিনহাটা ৭নম্বর বিধানসভার পার্ট নম্বর ৫৫, সিরিয়াল নম্বর ৪২৮,নাম অলিভা বর্মন(যার ভোটার কার্ড এর এপিক নম্বর GTM 2358810 তার সঙ্গে একই ভোটার কার্ড এর এপিক নম্বর মিলে যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের ৩৫০ দিদারগঞ্জ বিধানসভার পার্ট নম্বর ২৭৪, সিরিয়াল নম্বর ৮৩০, নাম ভানা... আর এই নিয়েই শুরু হয়েছে শোরগোল। 


এই বিষয়ে সামনে আসতে দিনহাটায় শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অভিযোগ তোলেন এবং কমিটি গঠন করে জেলায় জেলায় ভুতুড়ে ভোটারের খোঁজ করার নির্দেশ দেন। এর মাঝে যদিও কমিশন জানিয়েছে একই এপিক নম্বরে একাধিক ভোটার স্বাভাবিক। কিন্তু তা কি ঠিক! এনিয়েও বিতর্ক হয়। এদিকে জেলায় জেলায় ভুতুড়ে ভোটারের খোঁজ অব্যাহত।