দিনহাটা হাসপাতালে চালু হয়েছে ৫টি বেডের ডায়ালিসিস, খুশি রোগীরা
দিনহাটা হাসপাতালে চালু হয়েছে ৫টি বেডের ডায়ালিসিস পরিসেবা ।যার দরুন খুশি রোগী এবং রোগীর পরিবার। ডায়ালিসিস ইউনিট চালু হতেই দিনহাটা সহ কোচবিহার আলিপুরদুয়ার নিম্ন আসাম থেকে রোগীর ভীড় ক্রমাগত বেড়েই চলেছে। জানা যায় কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস বিভাগের যন্ত্র খারাপ হওয়ার দরুন জেলার ডায়ালিসিস রোগীর ভিড় বাড়ছে দিনহাটা হাসপাতালে। সূত্রের খবর কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস ইউনিট আগামী এপ্রিল মাস থেকে পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আলিপুরদুয়ার হাসপাতালের ৫টি ডায়ালিসিস মেশিনের মধ্যে ৩টি খারাপ হওয়ায় বাধ্য হয়ে আলিপুরদুয়ার এর রোগীরা চিকিৎসার জন্য দিনহাটা হাসপাতালে আসছে।
মোড়ভাঙ্গা মধুকুরা আদাবাড়ির বাসিন্দা আসমা বিবি জানান আমার ছেলে দুবছর ধরে কিডনির সমস্যায় ভুগছে। প্রথমে ব্যাঙ্গালোরে চিকিৎসা করিয়াছিলাম। এখন ছেলে পজিটিভ তাই ওর ডায়ালিসিস কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে চিকিৎসা করাই। কিন্তু ফলাফল ভালো আসেনি। এরপর শীলা নার্সিংহোমে ডায়ালিসিস করাই। সেখানে খরচ অনেক বেশি ব্যয়বহুল। পরে খবর পাই দিনহাটা হাসপাতালে এই ব্যবস্থা চালু হয়েছে। যার ফলে আমরা খুশি। আমার বাড়ি থেকে মাত্র ১০০টাকা ভাড়া দিয়ে এসে বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা পাচ্ছি। আর নতুন মেশিনপত্র থাকায় ডায়ালিসিসের ফলাফল খুব ভালো হচ্ছে।
আলিপুরদুয়ারের অরবিন্দনগর বেলতলার বাসিন্দা স্বপন গুহ চৌধুরী জানান আমি পজিটিভ ডায়ালিসিসের রোগী । ৫ বছর ধরে আমার ডায়ালিসিস চলছিল আলিপুরদুয়ার হাসপাতালে। আলিপুরদুয়ার হাসপাতালের ডায়ালিসিস বিভাগের ৫ টি মেশিনের মধ্যে ৩ টি আগে থেকেই খারাপ হয়ে আছে । বাকি দুটি মেশিনের ও অবস্থা নিম্ন মানের। যার ফলে আমরা ডায়ালিসিস পাচ্ছিলাম না। আমরা ৪জন রোগী প্রতিদিন ডায়ালিসিস করাতাম। পরে বাধ্য হয়ে বেসরকারি নার্সিং হোমে যাই। কিন্তু সেখানে খরচ অনেক ব্যয়বহুল। খুবই দুশ্চিন্তায় ছিলাম। এরমধ্যে আলিপুরদুয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায় দিনহাটা হাসপাতালে নতুন ডায়ালিসিস বিভাগ চালু হয়েছে তাই এখানে এসেছি। দুসপ্তাহ ধরে আলিপুরদুয়ার থেকে এসে এখানে চিকিৎসা করছি। গাড়ি ভাড়া অনেকটাই খরচ হয়ে যাচ্ছে। এছাড়াও শারীরিক ধকল অনেকটাই হয়। যদি আলিপুরদুয়ারের ডায়ালিসিস ইউনিট পুনরায় চালু হয় আমার মত দুঃস্থ রোগীদের শারীরিক ও আর্থিক ঝুঁকি অনেকটাই কম হবে। তবে দিনহাটায় ডায়ালিসিস চালু হওয়ায় আমরা খুশি।
দিনহাটা হাসপাতালে সুপার রঞ্জিত কুমার মন্ডল জানান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আমরা ৫ টি বেডের ডায়ালিসিস ইউনিট চালু করতে পেরেছি। সুষ্ঠ ভাবেই সকলকে আমরা পরিষেবা দিতে পারছি। কোচবিহার জেলা ও পার্শ্ববর্তী আলিপুরদুয়ার এবং নিম্ন আসাম থেকে প্রচুর রোগী আসছে। বিশেষ করে বর্তমানে আলিপুরদুয়ার থেকে প্রচুর রোগী আসছে প্রতিনিয়ত। আমাদের এখানে যে সকল রোগী আসবে প্রত্যেকেই এখান থেকে সম্পূর্ণ বিন্যমূল্যে এই চিকিৎসা পরিষেবা পাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊