অপরাজিত ভারত, বরুণের স্পিনের ফাঁদে হারলো নিউজিল্যান্ড 

Ind vs Nz


বাংলাদেশ, পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয় ভারতের। অপরাজিত হিসেবে চ্যাম্পিয়ন ট্রফির সেমিতে ভারত। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৯ রানের স্কোর গড়ে ভারত। আর সেই রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ৫০ ওভারের আগেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড।

এদিন দেখা গেল বরুণদের স্পিনের ফাঁদ। যে ঘূর্ণিতে একের পর এক ভুল করতে বাধ্য হলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা। এদিন ইয়ং ২২ ও রাচিন ৬ রানে ফেরেন। ম্যাচকে শ্বাস দেন একমাত্র কেন উইলিয়ামসন। ৮১ রানের ইনিংসে ভর করেই দলগত ২০০ রান পার করে নিউজিল্যান্ড। মিচেল ১৭, টম ১৪, ফিলিপ্স ১২ স্ট্যানারের ২৮ রান। ৪৬ তম ওভারে ২০৫ রানে সবাই প্যাভিলিয়নে ফেরেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা।

৫টি উইকেট নেন বরুন, ২টি নেন কুলদীপ আর একটি করে উইকেট নেন জাদেজা, হার্দিক ও অক্ষর। তবে কোনো উইকেট পাননি শামি।

এদিন শ্রেয়স ৯৮ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ও রগের বলে পুল মারতে গিয়ে ৭৯ রানে আউট হন তিনি । তার আগে ৪২ রানে ফেরেন অক্ষর। হার্দিক করেন ৪৫। পাঁচ উইকেট নেন হেনরি।