Champion trophy Semi final 

Champion trophy


চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যেই গ্রুপ পর্বের ম্যাচ শেষ এবার সেমিফাইনালের পালা। সেমিফাইনালে কোন চার দল খেলবে তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কে, কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হল শেষ ম্যাচ পর্যন্ত। অবশেষে তা স্পষ্ট হয়ে গেল কোন দল কোন দলের বিরুদ্ধে সেমিফাইনালে লড়ছে।

চাম্পিয়ান ট্রফির গ্রুপে থেকে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ও ভারত। আজ ছিল নিউজিল্যান্ড ও ভারতের শেষ ম্যাচ। দুই দলই আজকের ম্যাচের আগে পর্যন্ত ৪ পয়েন্ট ছিল। আজকের ম্যাচে যেই জিততো সেই শীর্ষে থেকে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করত। আর আজকের সেই ম্যাচে নিউজিল্যান্ড কে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ভারত এবং ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি থেকে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে অস্ট্রেলিয়া।

সেমিফাইনালে একটি গ্রুপের শীর্ষে থাকা দল অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলে। ফলে ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। আর নিউ জ়িল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

মঙ্গলবার চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনাল। দুবাইয়ের মাঠে সে দিন খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। বুধবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাল এর জন্য একদিন করে রিজার্ভ রাখা হয়েছে বৃষ্টির কারণে কোনদিন ম্যাচ বাতিল হয়ে গেলে পরের দিন হবে সেই ম্যাচ।