সারা দেশ জুড়ে আজ পালিত হল পবিত্র ঈদ উল ফিতর

Eid Mubarak


সারা দেশ জুড়ে আজ পালিত হল পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র রমজান মাস শেষে আজ আরবী ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিন। আর এই দিনেই পালিত হয় খুশির ঈদ। ৩০ দিনের পবিত্র রোজা রাখার পর এদিন ঈদ উল ফিতরের দুই রাকাত সালাত আদায়ের পর একে অপরকে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করার মধ্য দিয়ে পালিত হয় ঈদ।

হিজরি ক্যালেন্ডারের একটি পবিত্র মাস রমজান মাস। এই মাসে ফজরের নামাজের পূর্বে (সূর্যোদয়ের আগে) খাবার খেয়ে শুরু হয় রোজা। সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজানে (সূর্যাস্তের পর) ইফতারের মধ্য দিয়ে প্রতিদিনের রোজা সম্পন্ন হয়। ৩০ দিনের রমজান মাস শেষে পবিত্র ঈদ উল ফিতর।

এদিন দেখা গেল, সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা পবিত্র ঈদ উল ফিতরের দুই রাকাত সালাত আদায়ে হাজির হয়েছেন ঈদ গাহ মাঠে। এরপর সালাত আদায় করার পর দেখা গেল একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা জানায় ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা।