‘মমতারই জয়’! তৃণমূলের ভুতুড়ে ভোটার তল্লাশির মাঝেই বড় ঘোষনা দিল নির্বাচন কমিশন


ভুয়ো ভোটারে ভরে গেছে রাজ্য ! এখনি দেখেনিন নিজের নাম ভোটার তালিকায়

‘ভূতুড়ে ভোটার’ নিয়ে গত কয়েক দিন ধরে সরগরম জাতীয় রাজনীতি। একই নম্বরে একাধিক ভোটার রয়েছেন, এমন অভিযোগ প্রথম প্রকাশ্যে আনেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটি গঠন করে রাজ্য জুড়ে ভুতুড়ে ভোটারের তল্লাশিও চলছে। এর মাঝেই কমিশন জানিয়েছে একই এপিক নম্বরে একাধিক ভোটার থাকতে পারে। এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু এবার কমিশন জানাল, ভবিষ্যতে একই এপিক নম্বর আর থাকবে না। তার পরিবর্তে চালু করা হবে ইউনিক এপিক নম্বর।

কমিশন আরও জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে এই কাজ শুরু হবে। কমিশনের এই পদক্ষেপের পর তৃণমূল মনে করছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয়। কমিশন জানাল, ‘ডুপ্লিকেট’ এপিক নম্বরের সমস্যা সমাধান করা হবে। ‘ডুপ্লিকেট’ এপিক নম্বরের ভোটারদের ইউনিক এপিক নম্বর দেবে কমিশন। ভবিষ্যতে সকল ভোটারের জন্যই ইউনিক এপিক নম্বর পদ্ধতি চালু করা হবে।

একি এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন্‌রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের তির ছিল নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে।