কোচবিহারের শসা চাষীদের গলায় বিষাদের সুর

Worried cucumber farmers


কোচবিহার: 

বাজারদর দেখে শসা চাষীদের মুখ ভার। গত বছর শসা চাষ করে প্রত্যেক শসা চাষী লাভের মুখ দেখেছিলো। এবছরে সেই আশায় বেশি জমিতে শসা চাষ করেন চাষীরা। কিন্তু গত বছরের মত এবছর তারা সেই দাম পাচ্ছেন না। যে কারনে চাষীদের গলায় বিষাদের সুর। 


তাদের বক্তব্য এবছর মূল বিনিয়োগের টাকাটাই ঘরে তুলতে পারবো কিনা সন্দেহ আছে। বর্তমানে শসা ছয় থেকে সাত টাকা দরে বিক্রি করতে হচ্ছে। প্রতিদিন শসার দাম উঠছে নামছে। কোচবিহারের পূর্ব গোপালপুরের শসা চাষী শিবেন্দ্রনাথ কার্য্যি জানান এক বিঘা জমিতে শসা চাষ করতে খরচ হয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা। লেবার খরচ আলাদা। 


গত বছর বিঘা প্রতি শসা চাষ করে দের লক্ষ টাকা আয় হয়েছিল। কিন্তু এবছর শসার দাম একে বারে খুব কম। গতকাল সাত টাকা দর উঠেছিল। তার আগে কোনোদিন দুই টাকা কোনোদিন আড়াই টাকা দরে শসা বিক্রি করতে হয়েছিল। কাঁচামাল ঘরে ফেলে তো রাখা যাবে না। এই বছর আসল টাকা উঠে আসা মুসকিল মনে হচ্ছে। এক বস্তা শসার জন্য গাড়ি ভাড়া লাগে ৩৫ টাকা। এক বস্তায় থাকে ৫৫ থেকে ৫৬ কেজি শসা। এখানেও বস্তা প্রতি ১টাকা করে কম পাচ্ছি আমরা। বাজার দর কম হওয়ার কারন হিসেবে শিবেন্দ্রনাথ কার্য্যি মনে করেন এবছর শসার আমদানি বেশি হওয়ায় দাম পড়ে গেছে। গত বছর যারা আধা বিঘা জমিতে শসা চাষ করেছিলো! তারা এবছর ৩ থেকে ৪ বিঘা জমিতে শসা চাষ করেছে। যার ফলে প্রচুর পরিমানে শসার আমদানি হয়েছে। আলুর ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে । সে রকম ভাবে যদি সরকার শসা চাষের ক্ষেত্রেও কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের মত ক্ষুদ্র চাষীদের অনেকটাই সুবিধা হবে।