হাসপাতালের বেডেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন দিনহাটার ছাত্র
দিনহাটা: অসুস্থতা তার উচ্চমাধ্যমিক পরীক্ষার পথে বাধা হতে পারেনি। হাসপাতালে ভর্তি অবস্থাতেই পরীক্ষা দিলেন রানা বর্মন নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়।
সূত্রের খবর, রানার পরীক্ষা কেন্দ্র ছিল দিনহাটা গোপালনগর হাই স্কুল। সে মাতালহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের দিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ফলে বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেওয়া সম্ভব হয়নি তার পক্ষে।
পরিবারের তরফে বিষয়টি দ্রুত উচ্চমাধ্যমিক মহকুমা কমিটির সদস্যদের জানানো হয়। মানবিক দৃষ্টিকোণ থেকে কমিটি বিশেষ অনুমতি দেয়, যাতে হাসপাতালে থেকেই পরীক্ষায় অংশ নিতে পারেন রানা। এরপর যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হাসপাতালের বেডে বসেই তিনি ইংরেজি পরীক্ষা দেন।
রানার এই অদম্য লড়াই ও পরীক্ষা কমিটির মানবিক উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় তার সফলতা কামনা করছেন অনেকেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊