লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে শিল্প বৈঠক, বক্তব্য রাখবেন অক্সফোর্ডে


Mamata Banerjee


লন্ডন সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে মার্চ সেই সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন রয়েছে শিল্প বৈঠকও।

অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। ভাষণে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্প, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস থেকে শুরু করে পর্যটনের পরিবেশ নিয়ে বলতে পারেন তিনি।

জানা যাচ্ছে এই সফরে অন্যতম প্রধান লক্ষ্য রাজ্যে বিনিয়োগ আনা। লন্ডনে তিনি শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে রাজ্যে নতুন শিল্প স্থাপন, তথ্যপ্রযুক্তি, উৎপাদন ক্ষেত্র এবং পর্যটন-উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে।

আরো জানা গেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে ব্রিটেনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করাও লন্ডন সফরের অন্যতম উদ্দেশ্য। ২৯শে মার্চ ফের রাজ্যে ফিরবেন মুখ্যমন্ত্রী।