রবীন্দ্র-উইলিয়ামসনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

NZ vs SA


চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে প্রথম সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। আজ যে দল জিতবেই সেই দলকেই ফাইনালে লড়তে হবে ভারতের সঙ্গে।

এদিন প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ওপেনার ইয়াং ২২ রান করে ফিরলেও অপর ওপেনার ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র দুরন্ত শতরান হাঁকান। ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন। শুধু রাচিনই নন সেঞ্চুরি হাঁকালেন উইলিয়ামসনও। ৯৪ বলে ১০২ রান করেন। এদিকে মিচেল ও ফিলিপস ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি দুজনেই। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান তোলে নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার সামনে ৩৬৩ রানের টার্গেট। ৩৬৩ রান করতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা। এদিকে তার আগে দক্ষিণ আফ্রিকাকে আটকাতে পারলেই ফাইনালে নিউজিল্যান্ড। এখন কোন দল যাবে ফাইনালে তা দেখতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।