মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল শ্রীপৎ সিং কলেজে

Sripath Singh College

নিজস্ব প্রতিনিধি: 

শ্রীপৎ সিং কলেজের এর উদ্যোগে "আমাদের শিক্ষার্থীদের জন্য আত্মহত্যা প্রতিরোধের উপর লক্ষ্যবস্তু হস্তক্ষেপ" শীর্ষক একটি রাজ্য স্তরের কর্মশালা আয়োজিত হয়। কর্মশালাটি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকাগণ উপস্থিত ছিলেন।



কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাঃ দেবলীনা মুখোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে বর্তমান দ্রুত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর যে গভীর প্রভাব পড়ছে, সে বিষয়ে বিশদ আলোচনা করেন। ডাঃ মুখোপাধ্যায় বলেন, "আজকের দিনে সামাজিক মাধ্যম, প্রতিযোগিতামূলক জীবনযাত্রা এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে তরুণদের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পরামর্শ প্রয়োজন।"



তিনি মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক, যেমন - মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, এবং এর প্রতিকারের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি মানসিক স্বাস্থ্য সম্পর্কে তাদের মধ্যে থাকা ভুল ধারণাগুলি দূর করেন।



শুরুতে অধ্যক্ষ স্যার আত্মহত্যার উপর মনজ্ঞ বক্তব্য রাখেন। এরপর আই. কিউ. এ. সি র কোঅর্ডিনেটর তার ভাষনে বলেন ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবনতা বাড়ছে। এই বিষয়ে সেমিনারের খুব প্রয়োজন ছিল। লালবাগ মহূকুমা হসপিটাল সহযোগিতার হাত বাড়িয়ে সেই সুযোগ করে দিলো।



কর্মশালায় উপস্থিত ছাত্র ছাত্রীরা ডাঃ মুখোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। তারা এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


কলেজ কর্তৃপক্ষ এই ধরনের কর্মশালা ভবিষ্যতে আরও আয়োজনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে।