দিনহাটা সাহেবগঞ্জ রোডের লেভেল ক্রসিংয়ে নেই ওভারব্রিজ, সমস্যায় ভুগছেন মানুষ, হেলদোল নেই প্রশাসনের
সমির হোসেন, দিনহাটা:
দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডের লেভেল ক্রসিংয়ে ওভারব্রিজ তৈরীর দাবি দীর্ঘ বছর ধরে চলে আসছে। অথচ কি রেল দপ্তর, কি রাজ্যের প্রশাসন সমস্যাটির দিকে কোন নজর দিচ্ছেন না, এমনটাই অভিযোগ দিনহাটার সাধারণ মানুষের। অথচ প্রতিদিন অন্তত চারজোড়া ট্রেন চলাচল করছে। আগামী দিনে এই ট্রেনের সংখ্যা আরো বাড়তে চলেছে এমনটাই জানা গিয়েছে। বর্তমানে ঘন্টার পর ঘন্টা রেলগেট বন্ধ থাকছে। দুপাশে আটকে যাচ্ছে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে অসংখ্য টোটো, অটো, অ্যাম্বুলেন্স এমনকি কোন কোন সময় দমকলের ইঞ্জিনও।
দিনহাটা শহর থেকে সাহেবগঞ্জ রোডের এই লেবেল ক্রসিং পেরিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। দিনহাটা দুই নম্বর ব্লকের একটা বৃহৎ এলাকার যোগাযোগ ব্যবস্থার ভরসা স্থল এই লেভেল ক্রসিংটি। আমবাড়ি, নিগমনগর, বড়শাক দল, খারুভাজ, সাহেবগঞ্জ, বামনহাট, চৌধুরীহাট সহ গোটা সীমান্ত এলাকার মানুষের চলাচলের ক্ষেত্রে এই রেলগেট পেরিয়ে যেতে হয়। এখানে রয়েছে বিডিও অফিস, সাব রেজিস্টার অফিস, ব্যাংক সহ অন্যান্য অফিস ছাড়াও ব্যাপক সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে অসংখ্য সীমান্ত চৌকি। এই এলাকায় হঠাৎ কোনো আগুন লাগলে দিনহাটা শহর থেকেই দমকলের ইঞ্জিন যেতে হয়। ফলে লেভেল ক্রসিং পার হতেই হবে। তাইতো সাহেবগঞ্জ লেভেল ক্রসিংয়ে ওভারব্রিজ তৈরির দাবি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সহ-সাধারণ মানুষের।
এ বিষয়ে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী বলেন, দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে লেভেল ক্রসিংয়ে ওভার ব্রিজ তৈরি করা অত্যন্ত জরুরি। আমরা ইতিমধ্যেই রেল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবিপত্র পাঠিয়েছি।
এ বিষয়ে সিপিআই(এম)এর জেলা কমিটির সদস্য প্রবীর পাল জানান, সাহেবগঞ্জ রোডের লেভেল ক্রসিংয়ে একটি ওভার ব্রিজ না থাকায় বছরের পর বছর মানুষ সমস্যায় ভুগছেন। আমাদের পার্টি ছাড়াও ছাত্র ও যুব সংগঠনের তরফ থেকেও দফায় দফায় রেলওয়ে আধিকারিকদের কাছে দাবি পত্র পাঠানো হয়েছে। অথচ সমস্যাটির দিকে কোন নজর দিচ্ছেন না কর্তৃপক্ষ।
ডি ওয়াই এফ আই নেতা শুভ্রালোক দাস বলেন, এর আগে বেশ কয়েক দফায় এখানে ওভার ব্রিজ তৈরির জন্যে রেল দপ্তরে দাবি জানানো হয়েছে। সাহেবগঞ্জ রোডে ওভারব্রিজ তৈরির দাবিতে অতি শীঘ্রই বৃহত্তর আন্দোলনে নামা হবে। কারণ এ দাবি সাধারণ মানুষের দাবি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊