চাকরি দেওয়ার নামে টাকা চাওয়ার অভিযোগ মাথাভাঙার এক আধিকারিকের বিরুদ্ধে 

Mathabhanga news


মাথাভাঙ্গা:

চাকরি দেওয়ার নামে টাকা চাওয়ার অভিযোগ উঠলো মাথাভাঙ্গা ১ ব্লকের সিডিপিও অফিসের এক আধিকারিকদের বিরুদ্ধে।মাথাভাঙ্গা ১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অলিভিয়া মন্ডল মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।অলিভিয়ার মা অঙ্গনওয়ারিতে ওয়ার্কার পদে চাকরি করতেন কর্মরত অবস্থায় মারা যায়।তারপর অলিভিয়া সহায়িকা পদের চাকরির জন্য আবেদন করেন।



অভিযোগ বুধবার অফিসের এক আধিকারিক সকাল ১১ টা নাগাদ অফিসে এসে দেখা করতে বলে অভিযোগ সেই সময় ৬০ হাজার টাকা দাবি করে।সেই অফিসে একজন মহিলাও ছিলেন কথা বলার সময় রেকর্ড না করার পরামর্শ দেন রেকর্ড করলে তারই ক্ষতি হবে একথাও বলেন বলে অলিভিয়া জানায়।


যদিও ওই আধিকারিক সমস্ত অভিযোগ অস্বীকার করেন।তিনি বলেন ইনকাম সার্টিফিকেটে ইনকাম মেনশন করা ছিলো তাই তাকে বলা হয়েছে মিনিমাম বছরে ৬০ হাজার টাকা ইনকাম মেনশন করতে।তিনি কোনো টাকা চাননি।তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।,