মেধা অনুসন্ধান পারিতোষিক বিতরণ উৎসব ২০২৫
সুরশ্রী রায় চৌধুরী,কলকাতা, ১ লা মার্চ:
ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে শিক্ষাক্ষেত্রে নতুন দিশারী "নব পরিবর্তন ধারা", আয়োজন করল মেধা অনুসন্ধান পারিতোষিক বিতরণ উৎসব ২০২৫ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব পরিবর্তন ধারা র সাধারণ সম্পাদক দেবকুমার ঘোষ সহ প্রায় তিরিশ জন আমন্ত্রিত অতিথি, একশো জন প্রধান শিক্ষক শিক্ষিকা ও হাজার ছাত্র ছাত্রী। অতিথিদের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: অমিত ভট্টাচার্য, বিশপ পিটার, ডা: অলোক মুখোপাধ্যায়, কবি ও সাহিত্যিক নপুর বসু দাস, লিটিল ম্যাগাজিন অ্যাসোসিয়েশন এর বিশ্বনাথ শা,পদ্মশ্রী ডা: জগদীশ হালদার, সঙ্গীত শিল্পী দীপান্বিতা সেন, সাহিত্যিক গোপাল দাস, সঙ্গীত শিল্পী চন্দ্রা মহলানবিশ, মনোবিজ্ঞানী চিকিৎসক ডা: নীল সেনগুপ্ত, গ্ল্যামার ওয়ার্ল্ড খ্যাত অর্চিতা সেন, জয়েন্ট ডিরেক্টর (শিক্ষা) মানিক চন্দ্র দোলাই, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ড: অরুন কিরণ চক্রবর্তী, বিবেকানন্দ গবেষক রতন দাস,ফিনান্সিয়াল এডভাইসার কাকলী দাস, সংস্কৃতি প্রেমী শ্যামল ভট্টাচার্য্য ও প্রবীণ শিক্ষাবিদ বংশী বদন চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত নৃত্য, আবৃত্তি, সঙ্গীত পরিবেশনের পর সাধারণ সম্পাদক দেব কুমার ঘোষ নব পরিবর্তন ধারা সম্পর্কে অতীত থেকে বর্তমান পর্যন্ত যে ভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক ছাত্র ছাত্রী দের মেধা অনুসন্ধান বার্ষিক পরীক্ষার আয়োজন করে প্রায় দশ হাজার শিক্ষার্থীর মেধা অনুসন্ধান করে আসছেন ও পুরষ্কৃত করছেন তার বিবরণ দেন।
অনুষ্ঠানে নব পরিবর্তন ধারার প্রথম উদ্ভাবক শ্রী জয়দেব ঘোষের নাম উল্লেখ করে শারীরিক অসুস্থার জন্য অনুপস্থিত থাকা বিষয়টিও উল্লেখ করেন। প্রসঙ্গত দেব কুমার বাবু তাঁর প্রয়াত মা রত্না ঘোষের নামাঙ্কিত নব রত্না পুরস্কার পশ্চিমবঙ্গের সেরা মেধাবী ছাত্র ছাত্রীদের অর্পণ করেন।
অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্যে নব পরিবর্তন ধারার এই কাজের ভূয়সী প্রসংশা করেন। সঞ্চালক সুচারু ভাবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অনুষ্ঠান সঞ্চালনা করে বিশেষ ভূমিকা পালন করেন।
অতিথি আপ্যায়নও ছিলো খুবই সুন্দর। এদিনের এই অনুষ্ঠানে সব শেষে ফটো সেশন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে শেষ হয়। উপস্থিত সবাইকে, উত্তরীয়, পুষ্প স্তবক, মেমেন্টো, সার্টিফিকেট ও বই উপহারের মাধ্যমে দেবকুমরের এই প্রতিষ্ঠান নব পরিবর্তন ধারা আগামীতেও ছাত্র ছাত্রী দের জন্য কাজ করে যাবে বলে ঘোষণা করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊