প্রকাশ্যে চলল গুলি, আহত তৃণমূল নেতা ও সাধারণ মানুষ

Kamar hati


কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চার নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে গুলি চালালো দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর , দু থেকে তিন রাউন্ড চললো গুলি। আহত তৃণমূল নেতা বিকাশ সিং ।


চিকিৎসা করাতে এসে রাস্তার পাশে চায়ের দোকানে গুলি বিদ্ধ হলেন আরো এক ব্যক্তি। নাম সন্তু দাস। আজাদ হিন্দ নগর এলাকার বাসিন্দা চায়ের দোকানে নিজের স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকাকালীন আহত তৃণমূল নেতা বিকাশ সিং পালানোর সময় সন্তু দাসের কোমরে লাগে গুলি। 



রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তৃণমূল নেতা বিকাশ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 


আহত আরেক ব্যক্তি সন্তু দাসকে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনা স্থলে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। আহত ২ যুবকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক মদন মিত্র।