গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের দাবিতে বিক্ষোভ জামুরিয়া এলাকায়



গতকাল আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।গ্রীষ্ম শুরু হতে না হতেই পরিশুদ্ধ পানিয় জলের দাবিতে জামুরিয়ার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখানোর ছবি উঠে আসছে। রবিবার জামুড়িয়া ৪ নং ওয়ার্ডের ব্যাংক পাড়ার মহিলারা নন্ডী রোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। গতকাল আসানসোল পৌর নিগমের ৬ নং ওয়ার্ডের মন্ডলপুর এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানীয় জলে চাবিতে। গষ

বৃহস্পতিবার ৪ নং ওয়ার্ডের বাইপাস রোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তবে এরার পানীয় জল শঙ্কটের জন্য নয় , পরিশুদ্ধ পানি জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভকারীদের দাবি পিএইচপি যে জল সরবরাহ হচ্ছে তা দুষিত৷ জল থেকে পোকা বের হচ্ছে এমন এই দাবি জানান স্থানীয়রা । এই জল খেয়ে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তাই বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে স্থানীয়রা। ব্যাঙ্ক পাড়ায় মহিলাদের দাবি ঘটনা স্থলে বোরো চেয়ারম্যান এসে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দিতে হবে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং বোরো চেয়ারম্যানের প্রতিনিধিরা। তারাও এই দুষিত জলের কথা স্বীকার করে নেন এবং ট্র‍্যাঙ্কারের মাধ্যমে আপাতত জল দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা।