Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিলিগুড়ির বাজারে বিভিন্ন রকমের পিচকারী রং আবির মুখোশ!

শিলিগুড়ির বাজারে বিভিন্ন রকমের পিচকারী রং আবির মুখোশ!

Holi


নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি

খোল দ্বার খোল লাগলো যে দোল! হাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই আনন্দে উৎসবে মেতে উঠবে সাধারণ মানুষ। শিলিগুড়িতে প্রত্যেক বছর ঘটা করে অনুষ্ঠিত হয়ে থাকে দোল উৎসব। আর চার পাঁচ দিনের অপেক্ষা তারপরেই আনন্দে মেতে উঠবে শহরবাসী। 



ইতিমধ্যেই হকারস কর্নারে দেখা গেল ক্রেতাদের। তারা রীতিমত দরদাম করে রং আবির কিনে নিয়ে যাচ্ছেন। দেখা গেল বিভিন্ন রকমের পিচকারী, মুখোশ, অর্গানিক আবির। বিভিন্ন রকমের রং। 



এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন যে এখনো সেই ভাবে বিক্রি শুরু হয়নি তবে ক্রেতারা আসছেন। তারা আশা রাখছেন এই বছরও প্রত্যেক বছরের মত ভালই বিক্রি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code