সারা দেশজুড়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান উদযাপন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের

38th convocation ceremony celebrated across the country Indira Gandhi National Open University


সুরশ্রী রায় চৌধুরী, ৫ ই মার্চ ২০২৫ঃ 

ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সারা দেশজুড়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান উদযাপন করলো। মূল অনুষ্ঠান টি সকাল ১১টায় বাবা সাহেব আম্বেদকর সভাগৃহ, ইগনু, ময়দান গড়ি, নিউ দিল্লি -১১০০৬৮ তে হোলো। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। দিল্লির অনুষ্ঠানের পরেই দেশের সমস্তরাজ্যের আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে কলকাতা আঞ্চলিক কেন্দ্রেও অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য্য, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সমাবর্তন ভাষণ দেন। 

কলকাতার অনুষ্ঠানটি হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বোস অডিটোরিয়াম এন আই টি টি টি আর, ব্লক এফ সি, সেক্টর -৩, বিধাননগর, কলকাতা -৭০০১০৬ এ হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অডিটোরিয়াম এর বাইরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রধান অতিথি অধ্যাপক রঞ্জন চক্রবর্তী। এরপর কলকাতা আঞ্চলিক কেন্দ্রের বরিষ্ঠ অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা প্রধান অতিথি সহ ইগনু আমন্ত্রিত কলেজ অধ্যক্ষ, স্টাডি সেন্টার এর কোঅর্ডিনেটর সহ প্রেক্ষাগৃহে শোভাযাত্রা সহকারে মূল মঞ্চে আসন অলংকৃত করেন। পরে অনুষ্ঠান মঞ্চে সমবেত কণ্ঠে সরস্বতী বন্দনা, প্রদীপ প্রজ্জ্বলন, অতিথি বরণ করা হয়। 

এরপরে স্বাগত ভাষণ দেন বরিষ্ঠ আঞ্চলিক অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা। ইগনু যে প্রকৃত অর্থে জনগণের বিশ্ববিদ্যালয় এবং মুক্ত দূর শিক্ষার দিশারী সেটাই উপস্থিত শিক্ষার্থীদের বলেন। সারা দেশে প্রায় তিন লক্ষ তেরো হাজার সাতশো সত্তরের মধ্যে কলকাতা আঞ্চলিক কেন্দ্রে এগারো হাজার পাঁচশো উনিশ জন শিক্ষার্থী ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট নিয়ে উত্তীর্ণ হয়েছেন জানান। তিনি আরো বলেন তিন জন শিক্ষার্থী কলকাতা আঞ্চলিক কেন্দ্র থেকে যথা ক্রমে জয়দীপ দাস MAPY প্রোগ্রাম, মিসেস রিয়া চৌধুরী MFC প্রোগ্রাম, মিসেস সায়ন্তি দাস BSCBCH প্রোগ্রাম এ ভালো ফল লাভের জন্য ইউনিভার্সিটি প্রদত্ত স্বর্ণ পদক লাভ করেন। 

প্রধান অতিথি অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, মুক্ত দূর শিক্ষার মাধ্যমে নানান বিষয় নিয়ে পাঠ গ্রহণ ও ডিগ্রি লাভের উপযোগিতা সম্বন্ধে শিক্ষার্থী দের অবহিত করেন। পরে আঞ্চলিক অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা শিক্ষার্থীদের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট হাতে তুলে দেন। ইগনু র পক্ষে আঞ্চলিক কেন্দ্রের অধিকারিক সহ সমস্ত শিক্ষা বন্ধু কর্মীবৃন্দ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেন।