২০১৯ সালে যে গ্রামের মাটিতে পা রেখেছিলেন মোদি,সেই চুরা ভান্ডারের ভূমিপুত্রের হাতেই দেওয়া হলো ২৬ এর বিধানসভা ভোট যুদ্ধের ব্যাটন

২০১৯ সালে যে গ্রামের মাটিতে পা রেখেছিলেন মোদি,সেই গ্রামের ভূমিপুত্রের হাতেই ২৬ এর বিধানসভা ভোট যুদ্ধের ব্যাটন



দোল পূর্ণিমার দিনেই রাজ্যে বিজেপি একাধিক জেলার সাগঠনিক সভাপতি পরিবর্তন করেছে , সেই তালিকায় বাপি গোস্বামীকে সরিয়ে দলের গ্রামীন কর্মী এবং ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় খবরের শিরোনামে উঠে আসা ময়নাগুড়ি থানার চুরা ভান্ডার গ্রামের ভূমিপুত্র শ্যামল রায়ের হতেই দল তুলে দিয়েছে ২০২৬ এর বিধানসভা নির্বাচন লড়াইয়ের ব্যাটন। উল্লেখ্য,এই চুরা ভান্ডার গ্রামের মাটিতেই ১৯ সালে পা রেখেছিলেন মোদি- করেছিলেন জনসভা।


সেই চুরা ভান্ডার গ্রামের ভূমি পুত্র শ্যামল রায় জেলা বিজেপির সভাপতি হয়েই ২৬ শের বিধানসভা ভোটে ফ্যাসিস্ট মমতাকে রাজ্য থেকে উৎখাত করার হুশিয়ারি দিলেন ।


সদ্য জেলা সভাপতির দায়িত্ব প্রাপ্ত শ্যামল রায় গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আহ্বায়ক এর দায়িত্ব পালন করেছেন। গতকাল রাতেই তার বাড়িতে দলীয় কর্মীরা গিয়ে সংবর্ধনা দেয়। শ্যামল বাবুর দাবি ছাব্বিশের বিধানসভা ভোটে ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত লড়াইয়ে ঝাপিয়ে পড়বো।


পাশাপাশি ময়নাগুড়ির বিজেপি নেতারাও দাবি করেন শ্যামল রায়ের হাত ধরেই জলপাইগুড়ি বিজেপির সাংগঠনিক জেলার আটটি বিধানসভাতে দল জয় লাভ করবে।