২৬-র প্রস্তুতি শুরু বিজেপির! কোচবিহার সহ জেলা সভাপতি পদে একাধিক নয়া মুখ
২০২৬ এ রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগে ২৫ টি সাংগঠনিক জেলা সভাপতি নাম ঘোষণা করল বিজেপি। বিজেপির মোট ৪৩ টি সাংগঠনিক জেলা, ৪৩ টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫ জনের নাম ঘোষণা করা হয়েছে যার মধ্যে ১৭ নতুন মুখ এবং ১৮ জন পুরনো জেলা সভাপতি এর উপর আস্থা রেখেছে বিজেপি।
বিরোধী দলনেতার ঘর তমলুক ও কাথি সাংগঠনিক জেলায় বিজেপি সাংগঠনিক সভাপতির পরিবর্তন হওয়ার কথা ছিল সেই মতোই তমলুক সাংগঠনিক জেলা সভাপতির নাম হিসেবে মলয় সিনহার নাম ঘোষণা করা হয়েছে এই সাংগঠনিক জেলায় জেলা সভাপতি ছিলেন বিধায়ক তাপসী মন্ডল। সম্প্রতি তিনি তৃণমূলে যোগদান করেছেন। কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি করা হয়েছে সোমনাথ রায় কে। এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, বাঁকুড়া, মালদহ উত্তর ও দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন সভাপতির হাতে।
মনে করা হচ্ছে যে বাকি সাংগঠনিক জেলাগুলির জেলা সভাপতি নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে। আর তারপরেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে জেলা সভাপতি ও রাজ্য সভাপতি ঠিক করে দলীয় পরিকাঠামোর উপর জোর দিতে শুরু করেছে বিজেপি এমনটাই মনে করা হচ্ছে। জেলা সভাপতি বদল করে ২৬ এর নির্বাচনী লড়াইয়ে নিজেদের বুথ সংগঠনকে কি শক্ত করতে পারবে বিজেপি?
কোচবিহার জেলার জেলা সভাপতি করা হয়েছে অভিজিৎ বর্মনকে জানা যাচ্ছে অভিজিৎ বর্মনের বাড়ি মাথাভাঙ্গা, জলপাইগুড়ির শ্যামল রায়, শিলিগুড়ির অরুন মন্ডল, দক্ষিণ দিনাজপুরের স্বরূপ চৌধুরী, মালদা উত্তরের প্রতাপ সিং, মালদা দক্ষিণে অজয় গাংগুলি, জঙ্গিপুরে সুবলচন্দ্র ঘোষ, মুর্শিদাবাদে সৌমেন মন্ডল, উত্তর নদীয়ায় অর্জুন কুমার বিশ্বাস, বারাসাতে রাজিব পোদ্দার, বসিরহাটে শুকল্যাণ বৈদ্য, কলকাতা উত্তরে চণ্ডীচরণ রায় (সুন্দরবন), কলকাতা উত্তর তমোগ্ন ঘোষ, কলকাতা দক্ষিণ অনুপম ভট্টাচার্য, জয়নগর উৎপল নস্কর, হাওড়া টাউনে গৌরাঙ্গ ভট্টাচার্য, শ্রীরামপুরের সুমন ঘোষ, হুগলিতে গৌতম চ্যাটার্জী, আরামবাগে সুশান্ত বেড়া, তমলুকের মলয় সিনহা, কাঁথিতে সোমনাথ রায়, বাঁকুড়ায় প্রসেনজিৎ চ্যাটার্জী, পুরুলিয়া শংকর মাহাতো, আসানসোলের দেবতনু ভট্টাচার্য এবং বর্ধমানে অভিজিৎ তা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊