Latest News

6/recent/ticker-posts

Ad Code

বসন্ত উৎসবে মাতলো রাখালমারী প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের কচিকাঁচারা

বসন্ত উৎসবে মাতলো রাখালমারী প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের কচিকাঁচারা



কোকিলের ডাকে যখন মুখরিত চারপাশের সবুজ প্রকৃতি, শিমূল, পলাশ ফুলের মিষ্টি সুবাসে আর আর ভ্রমরের গুঞ্জনে যখন আকাশ বাতাস মুখরিত। তখনই জেগে উঠে সুর ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।বসন্ত এসে গেছে। এই বসন্তের শুভাগমনে বসন্ত উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি।

এই বসন্ত উৎসবে মাতলো রাখালমারী প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের কচিকাঁচারাও। আজ দিনহাটা ৩ নং চক্র কেন্দ্রের অন্তর্গত রাখালমারী চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় এবং রাখাল মারী উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব।



এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে একটি শোভাযাত্রা বের হয়। এটি বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিভ্রমণ করে। নাচ গান আর আবীর রঙের খেলায় মেতে উঠেন এলাকাবাসীও।

শিক্ষকরাও মেতে ওঠেন রঙ খেলায়। ছাত্র ছাত্রীদের সাথে নাচে অংশ নিতেও দেখা যায় বিশিষ্ট শিক্ষক মহাশয়দের।


এ বিষয়ে বিশিষ্ট শিক্ষক সঞ্জয় মোদক জানান " বসন্ত উৎসবের রঙে ছুঁয়ে যাক মানুষের হৃদয়ে। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক সকল মানুষ। সবাইকে আবির রাঙা অভিনন্দন। "

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code