মোটর বাইকের ইঞ্জিন দিয়ে চারচাকা ছোট গাড়ি তৈরি করে নজির গড়লেন দিনহাটার চিরঞ্জিত

Four wheeler



দিনহাটার মাতালহাটের বাসিন্দা চিরঞ্জিত বর্মন মোটর বাইকের ইঞ্জিন ব্যবহার করে চারচাকা ছোট গাড়ি তৈরি করে সকলকে চমকে দিলেন। পেশায় সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত বর্তমানে কর্মরত দিনহাটা মহকুমা আদালতে। কাজের ফাঁকে নিজের এক বন্ধুর সঙ্গে যন্ত্রাংশ ব্যবহার করে গাড়ি তৈরির কাজে হাত দেন তিনি।




প্রায় দেড় বছর আগে এই গাড়ি তৈরির পরিকল্পনা করেন চিরঞ্জিত এবং ধীরে ধীরে তা বাস্তবায়িত করতে থাকেন। অবশেষে কঠোর পরিশ্রমের পর সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় তার স্বপ্নের গাড়ি। গাড়িটির নাম দেওয়া হয়েছে "জগদ্দল"।




বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালত চত্বরে নিজের তৈরি গাড়িটি নিয়ে আসেন চিরঞ্জিত। সেখানে সাধারণ মানুষ, আইনজীবীসহ বহু মানুষ এই অভিনব গাড়িটি দেখতে ভিড় করেন। চিরঞ্জিতের সৃজনশীলতা ও উদ্যমী প্রচেষ্টাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।



এর আগে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এমন গাড়ি তৈরির নজির থাকলেও, দিনহাটায় এটাই প্রথম। মাতালহাটের যুবক চিরঞ্জিত এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করলেন।