৬ বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড দিনহাটার আব্দুল মান্নান ওরফে মান্নে

Dinhata news


৬ বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড আব্দুল মান্নান ওরফে মান্নে। গতকাল মঙ্গলবার দিনহাটার রাজনীতিতে শোরগোল। বড় আটিয়াবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে চাকরির টোপে দিয়ে টাকা আত্মসাৎ ও শারিরীক সম্পর্কের অভিযোগ তোলে এক মহিলা। আর তারপরেই গোটা দিনহাটা জুড়ে শোরগোল। ঘটনায় গতকাল কেই গ্রেফতার হন ওই তৃণমূল নেতা।



এরপরে আজ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলা পার্টি কার্যালয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সাথে নিয়ে জানিয়ে দেন পিতাই বিধানসভার অন্তর্ভুক্ত বড় আটিয়া বাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি মিথ্যা হয় তবে তা আদালত থেকে নিষ্পত্তি করে দলে যোগ দিতে পারবেন বলেই জানান জেলা সভাপতি।



দিনহাটায় এক মহিলাকে চাকরির টোপ দিয়ে শারিরীক সম্পর্কের অভিযোগ, তৃণমূলের বড় আটিয়াবাড়ি ২ নং অঞ্চল সভাপতির আব্দুল মান্নান ওরফে মান্নের বিরুদ্ধে। অভিযোগ ওই মহিলার বাবার কাছ থেকে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেবার নামে ৫লক্ষ টাকা নেয় ওই তৃণমূল নেতা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে আব্দুল মান্নান টালবাহানা শুরু করে। এরপর গত ১৪ই মার্চ ওই মহিলাকে বলে চাকরির ইন্টারভিউ রয়েছে আসতে হবে। সেই মতো মহিলাকে দিনহাটায় বাবার বাড়ি থেকে তৃণমূল নেতা গাড়িতে উঠিয়ে নিয়ে ঝুড়িপাড়া তে তৃণমূল নেতা ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয় দেখিয়ে মহিলার সাথে শারিরীক সম্পর্ক করে এবং মহিলার নগ্ন ছবি ও ভিডিও করে ব্ল্যাকমেইল করে। আব্দুল মান্নান বলে যে যদি টাকা ফেরত চাওয়া হয় তবে মহিলার স্বামীর মোবাইল ফোনে এই নগ্ন ছবি/ভিডিও এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবে। এছাড়াও শারিরীক সম্পর্কের পর ওই মহিলাকে মদ খাওয়ার জন্য জোর করে ওই তৃণমূল নেতা এমনকি না খাইতে চাইলে মদের কাঁচের বোতল দিয়ে নির্যাতিতা মহিলার মাথায় আঘাত করে। মহিলার চিৎকার শুনে সবাই ছুটে এলে প্রাণে বেঁচে যায়।