ছাত্র-ছাত্রী, সহকর্মীদের জন্য স্কুলেই বৌভাতের আয়োজন শিক্ষকের 

Sahebganj news


সদ্য বিয়ে করেছেন মাস্টারমশাই, স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য প্রীতিভোজের বিশেষ আয়োজন। পেট পুরে খেয়ে বেশ খুশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এমনই আয়োজন করলেন দিনহাটার সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয়ে। জানা যায় ওই বিদ্যালয়ের শিক্ষক সৌরভ সাহা সাত পাকে বাঁধা পড়েছেন মার্চ মাসের তিন তারিখ। তার বাড়ি নিগমনগরে। বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন ছিল ধুমধাম করে। কিন্তু সৌরভের কথায় তার দ্বিতীয় পরিবার বিদ্যালয়। প্রিয় ছাত্র-ছাত্রী, সহকারী, কর্মীবৃন্দ সকলকে নিয়ে আরেকটি প্রীতিভোজের আয়োজন করা হয় বিদ্যালয়ে। 


কদিন আগেই বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি জানায় সৌরভ। সকলেই তার সিদ্ধান্তে সহমত পোষণ করে। এরপর ছাত্রছাত্রীদের জন্য একদম বিয়ে বাড়ির মতোই প্রীতি ভোজের আয়োজন হয়। মেনুতে ছিল ভাত ডাল স্যালাড পাপড় ভাজা মাছ দু রকমের মাংস চাটনি মিষ্টি দই একদম এলাহি আয়োজন। বিদ্যালয়ে এসে শিক্ষকের বৌভাতের খাওয়া পেয়ে বেশ খুশি ছাত্রছাত্রীরা, শিক্ষক সৌরভ সাহার জন্য উপহার নিয়ে আসেন ছাত্রছাত্রীরা। বুধবার গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয় এই আয়োজন হয়েছিল। ছাত্রছাত্রীরা ছাড়াও সৌরভের সহকর্মী বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, কর্মীবৃন্দ তারাও উপস্থিত ছিলেন এ দিন। 


ছাত্র-ছাত্রীদের তরফে শিক্ষক সৌরভ সাহাকে উপহার তুলে দেওয়া হয়। এদিন সৌরভের সাথে তাঁর স্ত্রীও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। এরকম অনুষ্ঠান আয়োজন কোনদিন শিক্ষক করেছেন কিনা কেউই বলতে পারছেন না, তবে এই আয়োজনে খুশি বিদ্যালয়ের পড়ুয়া থেকে সৌরভের সহকর্মীরা।